ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি: আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন ওবায়দুল কাদের বলেছেন বিশৃংখলাকারীদের হাতে আমরা আমাদের অর্জন উন্নয়ন তুলে দিতে পারিনা। কোন অপকর্মকারীদের আওয়ামীলীগে ঠাঁই নাই। যারা ক্ষমতায় বসে এর অপব্যবহার করে দলে ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করতে হবে।
যারা দুঃসময়ের ভালো লোক , যারা দলকে বাচিয়ে রেখেছেন তারা যদি বলেন, দলের সুসময়ে সুবিধাবাদীরা চেয়ারে বসেন , সুযোগ নেন তাহলে দূর্ভাগ্য আমাদের। এটা হয়ে গেলে শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তা ব্যর্থ হয়ে যাবে। তিনি বলেন, আওয়ামীলীগের উন্নয়ন কেউ কেউ ঠেকাতে পারবে না , আগামী নির্বাচনে বিপুল ভোটে আওয়ামীলীগ বিপুল ভোটে বিজয়ী হবে যদি আপনারা জনগনের সাথে ভাল ব্যবহার করতে পারেন আর তার সাথে নেত্রীর উন্নয়নের সমন্বয় হলে আওয়ামীলীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
বিএনপি একটি যারা ২৪ ঘন্টা অপপ্রচার করছে, নির্বাচন যতো সামনে আসে ততোই এরা সরকারকে প্রশ্ন বিদ্ধ করতে চায় , দেশের একটা উন্নয়নের সাথে বিএনপির কোন সম্পৃক্ততা নাই, তারা উন্নতি দেখাতে পারবেনা। তারা উন্নতি করেছে অগ্নিসংযোগে, তারা উন্নতি করেছে মানুষ মেরেছে বাস পুড়িয়েছে। তাদের উন্নয়নের কোন ছবি তারা দেখাতে পারেনি। বিএনপি আমাদের হুমকি দেয় , বড় বড় কথা বলে। আমি বলতে চাই শুধু ঐক্যবদ্ধ থাকুন বিএনপির লাফালাফি বেশিদিন থাকবে না, মানুষের সাথে ভালো আচরণ করুন, খারাপ ব্যবহার করবেন না, মানুষ যাতে আপনাদের সুনাম করে। বিএনিপর লাফালাফি বন্ধ হয়ে যাবে, যখন আওয়ামীলীগ তরীতে উঠবে । আপনারা ভালো ব্যবহার করলে আওয়ামীলীগ আবার বিজয়ী হবেই।
তিনি বিএনপিকে হুশিয়ারী দিয়ে বলেন, শান্তির ভাষায় কথা বলুন অশান্তি করলে আমরাও জবাব দেবো , শেখ হাসিনার নেতৃত্বে সমুচিত জবাব দেবো। তিনি আজ নাটোর জেলা আওয়ামীলীগের ত্রি-বাষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় ভার্চূয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন।
এর আগে নাটোরের শংকর গোবিন্দ চৌধুরি স্টেডিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে অন্যান্যের মশ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, শহিদুল ইসলাম বকুল এমপি ও সংরক্ষিত আসনের নারী সাংসদ রতœা আহমেদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে ৮ বছর হওয়া সম্মেলনকে ঘিরে মিছিল নগরীতে পরিণত হয় পুরো হয়। মানুষের ঢল নামে শংকর গোবিন্দ চৌধুরি স্টেডিয়ামে। সম্মেলনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। বিকালে দ্বিতায় অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এমপি।
সময় জার্নাল/এলআর