রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে স্বেচ্ছাসেবক লীগের শীতবস্ত্র বিতরণ

রোববার, ফেব্রুয়ারী ২০, ২০২২
কুড়িগ্রামে স্বেচ্ছাসেবক লীগের শীতবস্ত্র বিতরণ

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:

জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কুড়িগ্রামে শীতার্ত মানুষের মাঝে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ও কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবকলীগের সার্বিক তত্ত্বাবধানে পাঁচ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম খান শাহিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান এর সঞ্চালনায় শনিবার বিকেলে বিজয়স্তম্ভ চত্বরে কম্বল বিতরণ ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত শামীম শাহারিয়ার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ আব্দুস সালাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, কেন্দ্রীয় কমিটির উপ যুব ও ক্রীড়া বিষয়ক জসীমউদ্দীন মাতব্বর, কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ লোবান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু, সদস্য খ. ম আতাউর রহমান বিপ্লব প্রমুখ  উপস্থিত ছিলেন ।

এ সময় বক্তারা বলেন আওয়ামী লীগ সবসময় দেশ ও জনগণের কথা চিন্তা করে রাজনীতি করে, দেশের জনগণের দুঃখ-দুর্দশা দূর করতে আওয়ামী লীগ সদা প্রস্তুত। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার এই শীতার্ত কম্বল কুড়িগ্রাম জেলার গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হলো।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল