নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলায় এসেছে হাসান ইমতিয়াজের কবিতার বই ‘ভুলে যাও এইবেলা’। বইটি প্রকাশ করেছে হরিৎপত্র প্রকাশন। প্রচ্ছদ করেছেন শ.ই. মামুন।
হাসান ইমতিয়াজ একজন প্রতিশ্রুতিশীল লেখক। কবিতার পাশাপাশি গদ্যেও রয়েছে তার সমান পারদর্শীতা। পেশা হিসেবে শিক্ষকতাও ছাড়াও তিনি ‘সাপ্তাহিক অগ্নিবীণা’ পত্রিকার সাহিত্য সম্পাদক এবং সাহিত্যের ছোটকাগজ ‘ডাকপিয়ন’ এর সম্পাদক।
‘ভুলে যাও এইবেলা’ বইটি হাসান ইমতিয়াজের প্রথম বই। বইটি আলো ছড়াবে পাঠক হৃদয়ে এমনই প্রত্যাশা। বইটির মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা। বইমেলা থেকে বইটি ২৫% ছাড়ে পাঠক সংগ্রহ করতে পারবেন।
এমআই