সময় জার্নাল প্রতিবেদক;
পূর্বের নিয়োগের ধারাবাহিকতায় সাংবাদিক আবুল কালাম আজাদকে ফের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক নিয়োগ করা হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জনপ্রশাসনের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
সচিব পদমর্যাদায় আবুল কালাম আজাদকে ২ বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে তাকে তিন বছরের জন্য সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়।
আবুল কালাম আজাদ ১৯৭৩ সালে দৈনিক ইত্তেফাকে সাব-এডিটর হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মহাসচিব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, পিআইবি ও প্রেস কাউন্সিলের সদস্য ছিলেন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু পরিষদের জাতীয় কমিটির সদস্য।
আবুল কালাম আজাদ মুন্সিগঞ্জের লৌহগঞ্জ উপজেলার হারিদিয়া গ্রামের প্রয়াত হাবিবুর রহমান সিকদারের ছেলে।
এমআই