আন্তর্জাতিক ডেস্ক। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পূর্ব ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে মস্কোর স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়া প্রতিবেশী দেশটির ওপর 'রশিয়ার আক্রমণের সূচনা' বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সংক্ষিপ্ত ভাষণে বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লুহানস্ক ও দোনেৎস্ককে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়া এবং উভয় অঞ্চলে তথাকথিত শান্তিরক্ষায় সেনা মোতায়েনের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন।
বাইডেন বলেন, রাশিয়া যদি এই আগ্রাসন নিয়ে আরও অগ্রসর হয়, আমরা নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত।
তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে জোরালো প্রতিক্রিয়া দাবি রাখে।
বাইডেন বলেন, রাশিয়ার সোভারেইন ডেবটের পাশাপাশি দেশটির সামরিক ব্যাংকসহ দুটি বড় আর্থিক প্রতিষ্ঠানের ওপর অবরোধ আরোপ করা হয়েছে।
তিনি বলেন, তার মানে আমরা রাশিয়ার সরকারকে পশ্চিমা অর্থায়ন থেকে বাদ দিয়েছি। রাশিয়া আর পশ্চিমা দেশগুলো থেকে অর্থ সংগ্রহ করতে পারবে না এবং আমাদের বাজারে বা ইউরোপীয় বাজারে তাদের ব্যবসা করতে পারবে না।
প্রসঙ্গত, প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি। এরপর রাষ্ট্রীয় টেলিভিশনে পুতিনকে ক্রেমলিনে বিদ্রোহী নেতাদের সঙ্গে পারস্পরিক সহায়তা চুক্তিতে স্বাক্ষর করতে দেখা গেছে।
স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিক রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের আবাসস্থল। তারা ২০১৪ সাল থেকে ইউক্রেনের বাহিনীর সঙ্গে লড়াই করছে।
এছাড়া রাশিয়ান সৈন্যদের উভয় অঞ্চলে তথাকথিত ‘শান্তিরক্ষা কার্যক্রম’ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
সময় জার্নাল/আরইউ