বুধবার, ফেব্রুয়ারী ২৩, ২০২২
মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি: হিলি’র কাদিপুর গ্রামে মা-বাবাকে কাছে না পেয়ে সোহাগ হোসেন নামের ১৬ বছরের এক কিশোর আত্মহত্যা করেছে। নিহত সোহাগ ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে এবং হাবিবপুর দাখিল মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্র।
গত ছয় মাস আগে তার মা ও বাবা দুজনেই ঢাকার একটি পেশাক কারখানায় কাজ করার সুবাদে সেখানেই বসবাস করে আসছে। নিহত সোহেল তার ফুপুর কছে থেকে লেখাপড়া করতো।
পুলিশ জানায়, নিহত সোহেল মা-বাবাকে কাছে পাবার জন্য সবসময় ব্যাকুল হয়ে থাকতো। সম্প্রতি তার বাবা-মাকে গ্রামের বাড়ি নিয়ে আসতে ঢাকায় যায়। সেখান থেকে তার বাবা গ্রামের বাড়িতে ফিরলেও মা ঢাকাতেই থেকে যায়। গতকাল মঙ্গলবার সোহেলের বাবা সোহেলকে গ্রামের বাসায় রেখে পুনরায় ঢাকা চলে যায়। এতে সোহেলের মধ্যে অভিমান সৃষ্টি হয়। মা-বাবাকে কাছে না পেয়ে অভিমানে আজ বুধবার বিকেলে ঘরের বর্গার সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। হাকিমপুর থানা অফিসার ইন-চার্জ খায়রুল বাসার জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআই