বুধবার, ফেব্রুয়ারী ২৩, ২০২২
আন্তর্জাতিক ডেস্ক। ইউক্রেনে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ১০টা নাগাদ এ সংক্রান্ত একটি বিল পার্লামেন্টে পাস হয়েছে। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার আগামী ৩০ দিনের জন্য এ জরুরি অবস্থা কার্যকর হবে। খবর আলজাজিরার।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে—ইউক্রেনে জরুরি অবস্থা জারির ফলে দেশটির জনসাধারণের ব্যক্তিগত নথিপত্র পরীক্ষা করা যাবে। এ ছাড়া জরুরি অবস্থা সংক্রান্ত বিল পাসের মাধ্যমে ইউক্রেন সরকার কারফিউ জারির ক্ষমতা পেয়েছে।
এদিকে, স্থানীয় সময় বুধবার গভীর রাতে টেলিভিশনে সম্প্রচারিত বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, রাশিয়া ‘ইউক্রেনের সীমান্তে প্রায় দুই লাখ সৈন্য এবং হাজার হাজার যুদ্ধযান’ মোতায়েন করেছে।
এ ছাড়া জেলেনস্কি তাঁর ভাষণে রুশ ভাষায় ‘রুশ নাগরিকদের ইউক্রেনের নাগরিক হিসেবে সম্বোধন’ করেন।
জেলেনস্কি রাশিয়ার উদ্দেশে বলেন, ‘আমাদের কথা শুনুন। ইউক্রেনের জনগণ শান্তি চায়। ইউক্রেনীয় কর্তৃপক্ষ শান্তি চায়।’
ইউক্রেন সরকারের আরোপিত জরুরি অবস্থা দেশটির সব অঞ্চলে কার্যকর হবে। এ ছাড়া ইউক্রেনের যে দুটি অঞ্চলকে রাশিয়া স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, ওই অঞ্চলদ্বয়ে ২০১৪ সাল থেকেই জরুরি অবস্থা জারি রয়েছে।
সময় জার্নাল/আরইউ