সময় জার্নাল প্রতিবেদক :
অল্প খরচে সেরা ক্যান্সার চিকিৎসা দিচ্ছে রাজধানীর ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতাল। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি), এক প্রেস বিজ্ঞপ্তিতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, “আধুনিক ক্যান্সার চিচিকিৎসায় নতুন দিগন্ত নিয়ে এসেছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। এখন থেকে
বিশ^বিখ্যাত আসোটোপ বিহীন ইলেক্ট্রনিক ব্রাকিখেরাপিতে সাশ্রয়ী খরচে ক্যান্সার চিকিৎসা করা যাবে এ হাসপাতালে। এতে মোট খরচ লাগবে মাত্র ১২ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বাধুনিক বিকিরন নিরাপদ একমাত্র ইলেকট্রনিক ব্রাকিথেরাপি মেশিন গণস্বাস্থ্য ক্যান্সার সেন্টারে আছে যা বাংলাদেশের অন্যকোন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে নেই।, ভারতে মাত্র ৩-৪টি ইলেট্রনিক ব্রাকিথেরাপি
মেশিন আছে। ব্রাকিথেরাপি ছাড়া গণস্বাস্থ্য ক্যান্সার সেন্টারে ক্যান্সার কেমোথেরাপি, সার্জিকেল অনকোলজী, উন্নত মানের রোগ নির্ণয় পরীক্ষা ও বোনমেরো প্রতিস্থাপন ব্যবস্থার সুবিধা রয়েছে”।
বাংলাদেশের ক্যান্সার চিকিৎসায় নিম্ন লিখিত বিশেষজ্ঞদের মাধ্যমে গণস্বাস্থ্য নগর হাসপাতালে অল্প খরচে সেরা ক্যান্সার চিকিৎসার সুব্যবস্থা আছে। প্রধান উপদেষ্টা প্রবীনতম ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক এম এ হাই, এমবিবিএস, ডিএমআরটি।
উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক আবু মো: জাকির হোসেন, এমবিবিএস, এমপিএইচ, পিএইচডি (ইউএসএ), চিফ ব্যুরো এডিবি, ডিরেক্টর, ঝঊঅজঙ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিভাগীয় প্রধান হিসেবে আছেন জাতীয় ক্যান্সার ইনসটিটিউটের সাবেক অধ্যাপক ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা: খোরশেদ আলম,
সার্জিকেল অনকোলজিষ্ট অধ্যাপক মো: আকরাম হোসেন, শিশু ক্যান্সার ও বোনম্যারো প্রতিস্থাপন বিশেষজ্ঞ কর্ণেল (অব) ডা: শারমিন আরা ফেরদৌসী, প্রধান মেডিকেল ফিজিসিষ্ট অধ্যাপক ফাতেমা নাসরিন, রোগ নির্ণয়ক ল্যাবরোটরি প্রধান বিগ্রেডিয়ার জেনারেল (অব) অধ্যাপক মোঃ নিজাম উদ্দিন, অনকোলজী ফিজিসিয়ান ডা. শামীম মাওলা।
যোগাযোগের ঠিকানা : গণস্বাস্থ্য ক্যান্সার সেন্টার, বাড়ী ১৪/ই, রোড-৬,
ধানমন্ডি-ঢাকা। ইমেইল : gonoshasthayacancerhospital @gmail.com।