এম.পলাশ শরীফ, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়ায় ইউনিয়নে মৎস্য ঘের ব্যবসায়ী মো. হারুন মির (৬০)কে কুপিয়ে পিটেয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে, বুধবার রাত ৩ টার দিকে ছাপড়াখালী গ্রামে। জানাগেছে, ব্যবসায়ী মো. হারুন মির নিজ বাড়ি সংলগ্ন কিছু জমি ক্রয় করার উদ্যেশে কিছুদিন পূর্বে ইসলামী ব্যাংক মোড়েলগঞ্জ শাখা থেকে ৭৪ হাজার টাকা উত্তোলন করেন। প্রতিবেশী দুর্বৃত্তরা এ সংবাদ পেয়ে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল হারুন মিরের বাড়িতে গভীর রাতে হামলা করে। ঘরে ঢুকে আলমিরাতে থাকা এবং ব্যাংক থেকে উঠানো মোট নগদ আড়াই লাখ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন নিয়ে যায়।
ডাক-চিৎকারে স্থানীয়রা হারুন মিরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি ইউপি সদস্য এসকেন খান বলেন, কুপিয়ে জখম করার ঘটনাটি সঠিক। তবে, খোজ খবর নেওয়া হচ্ছে।
এমআই