শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

মোশাররফ শরিফ এর কবিতা ‘আমি’

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৪, ২০২২
মোশাররফ শরিফ এর কবিতা ‘আমি’

           `আমি'
      - মোশাররফ শরিফ 

বেচে আছি তাই, জীবন নদীতে ভাসি
ভেসে ভেসে ঊনষাট, এতটা জীবন!

শৈশবে-হাসানপুর, গোমতীর তীর
উঠোনে বর্ষার পানি, মাছের মিছিল,
বাতাসে বাঁশির সুর, বিরহ-বিধুর
ক্ষেতের সরু আইল, আব্বার আঙুল। 

একাকী বাঁশবাগান-জোসনার আলো
পুকুরে পূর্ণিমা, কোমল কচুরিপানা
লাল-সাদা জামরুল, লাল লটকন
সকালে কাচারি ঘরে, দাদার মক্তব
আরবি-আদর্শলিপি, জীবনের পাঠ
ভালো হয়ে চলি যেন, সারা দিনমান। 

ঊনিশশত সত্তুর-রোদেলা দুপুর
ছল ছল মেঘনার জল, অশ্রুজল
কত ভাংগা হাট, স্মৃতিময় ধুধু মাঠ
গ্রামের বিদায় ক্ষন, বিরহী শৈশব।

ফেরিঘাটে কলরব, নদীর কল্লোল
অজানা শহর, দূরের দিনাজপুর। 

দালান-পাথর ঘর,খেয়ালী খোঁয়াড়,
ঝাঁঝাল স্ট্রিটলাইট, বেশুমার হাট, 
রিকশার টুংটাং, নির্ঘুম শহর
দীর্ঘ দীর্ঘ ফুটপাথ-চেয়ে থাকে চোখ
কোলাহল-কলতান,আনন্দ-বিচ্ছেদে
কেটে যায় বালকের শহুরে জীবন। 

অকস্মাৎ জ্বলে উঠে শহর-মুখশ্রী
শহরময় গুলি-পটকা, প্রানের খটকা
বঙ্গবন্ধু-সাতমার্চ, মুক্তির পতাকা
লাল-সবুজ-হলুদ, ঘরে ঘরে দুর্গ।

কাঞ্চন নদীর মৃত্যুজয়, প্রতিরোধে
মুক্তিযোদ্ধা,জাগ্রত জয়,জয় বাংলা।

বেচে আছি তাই, জীবন নদীতে ভাসি
গোমতীর জলে, কদম বৃক্ষের বুকে
আমি মুখোশ বর্জিত-মানুষের বেশে 
গায়ের কিষাণ,করি কবিতার কোমল কর্ষণ।

পৃথিবীর বুকে,মায়াবী অক্ষরে,পদচিহ্ন আঁকে 
চেতনার দ্যোতনায় সময়ের সোনার সন্তান।

(২৪/০২/২২, ধানমন্ডি, ঢাকা)


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল