আন্তর্জাতিক ডেস্ক। ইউক্রেনের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে রাশিয়া বলে দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
ওই কর্মকর্তা জানান, আকাশসীমা নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই ইউক্রেনের কাছে। যেসব ব্যবস্থা আছে তা এক নিমিষেই মিটিয়ে দিয়েছে রুশ বাহিনী। এখন ইউক্রেনে প্রতিরোধ গড়ে তোলার মতো কোনো বাহিনী অবশিষ্ট নেই। দেশটির আকাশসীমা এখন পুরোপুরি রাশিয়ার দখলে।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোর থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। স্থানীয় সময় ভোর ৪টা থেকে এই হামলা শুরু হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করছে রাশিয়া।’
একদিনে দ্বিতীয়বার দেওয়া ভাষণে তিনি বলেন, ‘কীভাবে শত্রুতা শেষ করা যায় এবং এই আক্রমণ বন্ধ করা যায়, তা নিয়ে রাশিয়াকে শিগগিরই বা পরে আমাদের সঙ্গে কথা বলতে হবে। যত তাড়াতাড়ি কথোপকথন শুরু হবে, রাশিয়ার ক্ষতি তত কম হবে।’
তিনি আরও বলেন, ‘হামলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের দেশকে রক্ষা করে যাবো।’
এর আগে গত রাতে তিনি রাজধানী কিয়েভে হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাজধানী ছাড়ার তার কোনো ইচ্ছে নেই। এবং জেলেনস্কি এটাও জানেন যে, এই মুহূর্তে তিনিই রাশিয়ার সবচেয়ে বড় টার্গেট।
সময় জার্নাল/আরইউ