মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় ল ঘাটের দুই পাশের বেড়িবাঁধে হঠাৎ ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। কপোতাক্ষ নদের প্রবল জোয়ারের তোড়ে ভাঙ্গন ক্রমাশ বৃদ্ধি পাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে কপোতাক্ষের তীরবর্তী এলাকায় বসবাসকারি এলাকাবাসী।
প্রতাপনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, শীত মৌসুম বিদায় নেয়ার সাথে সাথে উপকূলীয় এলাকারা নদ-নদীতে জোয়ারও বৃদ্ধি পেয়েছে। কপোতাক্ষ নদের জোয়ারের তোড়ে গত তিন-চার দিন পূর্বে সাতক্ষীরা পনি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর আওতাধীন ৭/১ নং পোল্ডারের প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় ল ঘাট সংলগ্ন প্রায় দুই’শ ফুটজুড়ে আকর্ষিক ভাঙ্গন দেখা দেয়। ক্রমাশ এভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে। ফলে নদের তীরবর্তী এলাকায় বসবাসকারি এলাকাবাসীর মধ্যে ভাঙ্গন আতংক দেখা দিয়েছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হয়।
প্রতাপনগর গ্রামের বাসিন্দা মাসুম বিলাহ জানান, বেড়িবাঁধ ভাঙ্গন প্রতাপনগর ইউনিয়নের নিত্যদিনের ব্যাপর হয়ে দাড়িয়েছে। ইয়াস-আম্পানে বাঁধ ভেঙ্গে প্রায় নিঃস্ব হতে চলেছে ইউনিয়নের অধিকাংশ মানুষ। বারবার বেড়িবাঁধ ভাঙ্গার ফলে এলাকার মানচিত্রের যে সীমারেখা, সেটা বিলুপ্তির পথে। ব্রিটিশ আমলের মানচিত্রের সঙ্গে বর্তমান প্রতাপনগরের চিত্র মেলে না। ব্রিটিশ আমলের সেই সীমারেখা এখন হারিয়ে গেছে। চাকলা, প্রতাপনগর, কুড়িকাওনিয়া, শ্রীপুর এ কয়েকটি উপকূলীয় গ্রামের মানচিত্রের সীমারেখা একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে, পরিবর্তন ঘটেছে। শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় ল ঘাটের কাছে ফের ভাঙ্গন দেখা দিয়েছে। এ অবস্থা যদি চলতে থাকে, তবে ভবিষ্যতে প্রতাপনগর ইউনিয়নটি মানচিত্র থেকে হারিয়ে নদীগর্ভে বিলীন হবে। তিনি ইউনিয়নবাসিকে রক্ষার জন্য টেকসই বোড়িবাঁধ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
এদিকে নদী ভাঙ্গনের খবর পেয়ে শুক্রবার মারাত্মক ঝুঁকিপূর্ণ ওই বেড়িবাঁধ পরিদর্শন করেছেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডে বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন। এসময় তার সাথে ছিলেন, প্রতাপনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবু দাউদ ঢালী, ইউপি সদস্য আইয়ুব আলী সরদার, ইউপি সদস্য শহিদুলাহ সানা, সাবেক ইউপি সদস্য গোলাম রসুল, বিশিষ্ট ব্যবসায়ী হাছান উলাহ প্রমূখ।
ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন শেষে
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন বলেন, খবর পেয়ে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেছি। বেড়িবাঁধ ভাঙ্গন রোধে এমার্জেন্সি বাজেটের জন্য উর্দ্ধতন কৃর্তপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে নতুন প্রকল্পের মাধ্যমে মারাত্মক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নির্মাণ করা হবে।
এমআই