আন্তর্জাতিক ডেস্ক। বিশ্বে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৬০৬ জনের মৃত্যুর হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৫৬ হাজার ৬০৩ জনে।
একই সময়ে করোনা আক্রান্ত হয়েছে ১৬ লাখ ২০ হাজার ৮০৩ জন। এতে করে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪৩ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৪৬৯ জন। রবিবার (২৭ ফেব্রুয়ারি) ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জার্মানিতে। দেশটিতে নতুন করে ১ লাখ ৯৩ হাজার ৯৯ জন শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ২৩৫ জনের। এতে করে জার্মানিতে এ পর্যন্ত মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ১৩০ এবং ১ কোটি ৪৫ লাক ৪ হাজার ১৫১ জনে।
যুক্তরাষ্ট্রে গত একদিনে ১ হাজার ৯৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৭২ হাজার ২৯৫ জনে। আর একই সময়ে শনাক্ত হয়েছে ৭৮ হাজার ২৪১ জন। এতে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৮ কোটি ৫ লাখ ৩৪ হাজার ২৯০ জন।
ব্রাজিলে মৃত্যু হয়েছে ৭৮১ জনের। শনাক্ত ৯০ হাজার ১৯৯ জন। রাশিয়াতে মৃত্যু ও শনাক্ত ৭৮৭ ও ১ লাখ ২৩ হাজার ৪৬০ জনের।
সময় জার্নাল/আরইউ