নিজস্ব প্রতিবেদক: একুশে বইমেলায় মোড়ক উন্মোচিত হল সব্যসাচী লেখক আবুল হাসান মুহাম্মদ সাদেক রচিত উপন্যাস লাশ গ্রন্থের। গতকাল বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে কবি সাহিত্যিক ও পাঠকদের মিলনমেলায় এই উপন্যাসের মোড়ক উন্মোচন সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট জাকিয়া তাবাচ্ছুম জুই, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য সব্যসাচী লেখক অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
কবি ও লেখক অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক ইতিমধ্যে সাহিত্য অঙ্গনে শক্ত অবস্থান তৈরী করেছেন। তার লেখা বইয়ের সংখ্যা ৩৪ টি। এর মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল- ফিরে চাই অরণ্য, চেতনায় বায়ান্ন , চেতনায় বিজয় , বাজু কুরুং, ঊর্মি, ফেরাউনের দেশে, যেতে যেতে পথে পথে। শিশুতোষ বইগুলো হল- ছড়ার আসর, আসমার ঈদের জামা, আমি সভাপতি শিয়াল বলছি, আমিও উড়তে চাই, জুঁই ও তোতা পাখি, এই আমার বাংলাদেশ, আমি যদি পাখি হতাম, দাদুর আড্ডায় নজরুল ইত্যাদি ।
লাশ উপন্যাসে তিনি মূলত একজন শিক্ষার্থীর জীবনকাহিনী তুলে ধরেছেন। শিক্ষাঙ্গনে পড়াশোনা করতে এসে কোন শিক্ষার্থী যেন লাশ হয়ে বাবামার কোলে না ফেরে তারই তাগিদ দিয়েছেন লেখক এই উপন্যাসে।
লাশ উপন্যাসের আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. রিটা আশরাফ, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, এইউবি । মোড়ক উন্মোচন অনুষ্ঠানটির
সঞ্চালনায় ছিলেন কবি মেঘলা জান্নাত ও এইউবি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান ভূইয়া ও সমন্বয়ে ছিলেন লাইব্রেরিয়ান রাবেয়া আক্তার ।
এমআই