হিলি প্রতিনিধি :
হিলি স্থলবন্দরে আমদানিকৃত রাইচব্রান (ভূষি) বোঝায় তিনটি ট্রাক থেকে বিপুল পরিমান ফেন্সিডিল ও ভারতীয় মদ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্ত্বিতে পানামা পোর্টের অভ্যন্তরে অভিযান চালিয়ে তিনটি বাংলাট্রাকের ক্যাবিনে গোপনে লুকিয়ে রাখা অবস্থায় ১১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৮৪ বোতল ভারতীয় অফিসার মদ ও উদ্ধার করা হয়।
এঘটনায় ট্রাক তিনটি আটক করা হলেও এর চালক ও হেলফার পলাতক রয়েছে।
হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম জানান, ভারত থেকে আমদানি করা রাইচব্রান (ভূষি) বোঝায় করে ট্রাক তিনটি পানামা পোর্টে অভ্যন্তর থেকে বাহিরে বের হচ্ছিলো।
এসময় জাতীয় গোয়েন্দা সংস্থা (এন,এস,আই) কর্তৃক খবর পেয়ে কাস্টমসের একটি টিম পানামা পোর্টের অভ্যন্তরে অভিযান চালায়। এসময় ঢাকা মেট্র ট-১১-০১৯৪, ঢাকা মেট্র-ট-০২-০৫৭২ এবং ঢাকা মেট্র-ট-১৪-৩২৯৫ নম্বর ট্রাক তিনটি থেকে ৮৪ বোতল ভারতীয় অফিসার মদ ও ১১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
হিলি কাস্টমস কর্তৃপক্ষের ধারণা মাদকদ্রব্য গুলো ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাকের মাধ্যমে হিলি স্থলবন্দরে প্রবেশ করে।
সময় জার্নাল/ইএইচ