সময় জার্নাল প্রতিবেদক: 'শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা স্থাপন' শীর্ষক প্রকল্প, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এর প্রকল্প পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন টেঁকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) অতিরিক্ত সচিব আনিস মাহমুদ।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ইতিপুর্বে আনিস মাহমুদকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক থেকে থেকে স্রেডায় বদলি করা হয়েছিল।
বিসিএস নবম ব্যাচের কর্মকর্তা আনিস মাহমুদের গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজীতে।
এমআই