আন্তর্জাতিক ডেস্ক :
স্থিতিশীলতা আনতে ও যুদ্ধ থামানোর উদ্দেশে বেলারুশে আলোচনায় বসেছিলেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা- কিন্তু কোন সমাধান ছাড়াই দু’দেশের প্রথম দিনের বৈঠক শেষ হয়েছে।
এখন তারা নিজ নিজ দেশে ফিরে গিয়ে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।
রাশিয়া ও ইউক্রেন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসবে।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এ তথ্য জানিয়েছেন।
এর আগে বেলারুশে সোমবার ইউক্রেন ও রাশিয়ার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মাকেই।
বৈঠকের শুরুতে তিনি দুই দেশের প্রতিনিধিদের উদ্দেশে বলেন: আপনারা পুরোপুরি নিরাপদ বোধ করতে পারেন এবং আলোচনা শুরু করতে পারেন।
সময় জার্নাল/ইএইচ