আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনের সঙ্গে সংহতির ‘প্রমাণ’ দিতে ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টে ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট এ আহ্বান জানান।
ইউক্রেনকে দ্রুত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানোর একদিন পরই জেলেনস্কি এই আহ্বান জানালেন। খবর রয়টার্সের।
ভাষণে জেলেনস্কি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন আমাদের সঙ্গে যোগ দিলে আরও শক্তিশালী হবে, এটি নিশ্চিত। আপনাদেরকে ছাড়া আমরা একা হয়ে পড়ব।’
ইউরোপীয় পার্লামেন্টের এমপিদের উদ্দেশ্য করে জেলেনস্কি বলেন, ‘প্রমাণ করুণ আপনারা অমাদের পাশে আছেন। প্রমাণ করুণ ইউক্রেনকে আপনারা ছেড়ে যাবেন না। প্রমাণ করুন আপনারা ইউরোপীয়ান। তাহলেই জীবন জয় করবে মৃত্যুকে। আলো জয় করবে অন্ধকারকে। গৌরব অর্জন করবে ইউক্রেন।’
জেলেনস্কির ভাষণের সময় ইউরোপীয় পার্লামেন্ট কক্ষে আবেগঘন পরিস্থিতি তৈরি হয়। ইউরোপীয় এমপি ও কর্মকর্তারা উঠে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ হাততালি দেন। ইউক্রেনের রাষ্ট্রদূতের প্রতিও পার্লামেন্ট সদস্যরা দাঁড়িয়ে অভ্যর্থনা জানিয়েছেন।
ওই সময় তারা দাঁড়িয়ে ইউক্রেনের পতাকা অঙ্কিত টি-শার্টও পরেন। ভিডিও লিঙ্কের মাধ্যমে অধিবেশনে যোগ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
সময় জার্নাল/ইএইচ