বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

তাহ্‌ফিজুল কুরআন ওয়াস্‌সুন্নাহ্‌ মাদ্‌রাসা

১৫ বছরে ৭৫ আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার অর্জন

মঙ্গলবার, মার্চ ৩০, ২০২১
১৫ বছরে ৭৫ আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার অর্জন

সময় জার্নাল নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচায় অবস্থিত বিশ্বের বিভিন্ন প্রতিযোগিয়তায় শীর্ষ স্থান অর্জনকারী প্রতিষ্ঠান তাহ্‌ফিজুল কুরআন ওয়াস্‌সুন্নাহ্‌ মাদ্‌রাসা। প্রতিষ্ঠার ১৫ বছরে আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গনে অর্জন করেছেন উত্তরোত্তর সাফল্য। বিশ্বের বিভিন্ন দেশের হিফজুল কুরআন ও ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্যে চূড়ায় পৌঁছে বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা কে বার বার অন্যান্য উচ্চতায় নিয়ে গেছে।

২০০৯ সালে হাফেজ কাউসারের হাত ধরে আসে প্রথম আন্তর্জাতিক সাফল্যে। এর পর প্রতিবছরই অর্জনের ভাণ্ডার সমৃদ্ধ করেছে এ মাদ্রাসার শিক্ষার্থীরা,  হাফেজ নাজমুস সাকিব সিয়াম ও হাফেজ মোঃ জাকারিয়া বেশ কয়েকবার এনে দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতি। আর এতে সর্বশেষ সংযোজন হাফেজ মোঃ শিহাবুল্লাহ এর হাত ধরে ২০১৯ সনে সৌদি আরবে আনুষ্ঠিত প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন। এরপর করোনায় আঁটকে দিয়েছে বিভিন্ন দেশের হিফজুল কুরআন ও ক্বেরাত প্রতিযোগিতা।

এখন পর্যন্ত ৪৫ টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে এ মাদ্রাসার ছাত্ররা। এছাড়াও ৩০ টি জাতীয় অর্জন ও রয়েছে এ মাদ্রাসার শিক্ষার্থীদের।

কোরআনকে সঠিকভাবে ছড়িয়ে দিতে ও  আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্যে অর্জনে পুরো দেশের জেলায় জেলায় এ মাদ্রাসার শাখা তৈরির লক্ষ্যের কথা জানান এর প্রতিষ্ঠাতা পরিচালক।

প্রতিষ্ঠাতা পরিচালক ও কার্যনির্বাহী কমিটির সভাপতি হাফেজ ক্বারী নাজমুল হাসান (দা: বা: ) বলেন, আজ থেকে ২৫ বছর আগে নিজের চেষ্টা ছিলো আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার এবং তারপর আন্তর্জাতিক পরিমন্ডলে ভালো করবে এমন ছাত্র তৈরির লক্ষ্য থেকেই ১৫ বছর আগে গড়ে তোলেন এই মাদ্রাসা। শুরুতে খুব ছোট থেকে শুরু করে ১৫ বছরে আজকের এই সাফল্যে।

সরকারি কোন সহযোগিতা ছাড়াই আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন এই প্রথিষ্ঠানকে। ভবিষ্যতে নিজস্ব জায়গা ও ভবন হলে এই প্রতিষ্ঠান আরও সাফল্যের চূড়ায় পোছাতে পারবে বলে আশা করেন তিনি।

তাহ্‌ফিজুল কুরআন ওয়াস্‌সুন্নাহ্‌ মাদ্‌রাসার শিক্ষার্থীদের আন্তর্জাতিক অর্জন সমূহ :

হাফেজ কাউসার-সৌদি আরব-২০০৯ -শান্তনা পুরষ্কার, হাফেজ ফয়জুল্লাহ-ভারত ২০১০ তৃতীয়, হাফেজ কাউসার মিশর ২০১০ শান্তনা, হাফেজ সালাহউদ্দীন ইরান ২০১১ প্রথম, হাফেজ ফয়জুল্লাহ ভারত ২০১১ দ্বিতীয়, হাফেজ মোহাম্মদ মাহমুদ কাতার ২০১১ শান্তনা, হাফেজ মোঃ জাকারিয়া ২০১১ কাতার চতুর্থ, হাফেজ মোঃ মুবিন কাতার ২০১১ সান্তনা, হাফেজ মোঃ গোলাম রাব্বি কাতার ২০১১ সান্তনা, হাফেজ শফিকুর রহমান ২০১২ সান্তনা, হাফেজ নাজমুস সাকিব সিয়াম ভারত ২০১২ প্রথম, হাফেজ জাকারিয়া জর্ডান ২০১৩ তৃতীয়, হাফেজ নাজমুস সাকিব সিয়াম ২০১৩ প্রথম, হাফেজ মোঃ জাকারিয়া মিশর ২০১৪ প্রথম, হাফেজ নাজমুস সাকিব সিয়াম সৌদি আরব ২০১৪ প্রথম, হাফেজ মোঃ সাইদ হাসান ২০১৪ তৃতীয়, হাফেজ হাবিবুর রহমান মিশর ২০১৪ শান্তনা, হাফেজ আব্দুল্লাহ আল মামুন সৌদি ২০১৫ প্রথম, হাফেজ নাহিয়ান কায়সার ২০১৫ প্রথম, হাফেজ আব্দুল্লাহ আল মামুন কয়েত ২০১৫ সান্তনা, হাফেজ মোঃ আঃ আল মাহফুজ সৌদি ২০১৫ তৃতীয়, হাফেজ আসাদুল্লাহ ২০১৫ সৌদি ১১ তম, হাফেজ জাকারিয়া দুবাই ২০১৫ প্রথম, হাফেজ আব্দুল্লাহ আল মামুন মিশর ২০১৭ প্রথম, আব্দুল্লাহ আল মামুন দুবাই ২০১৬ চতুর্থ, হাফেজ জাকারিয়া বাহরাইন ২০১৭ প্রথম এবং সুদানে চতুর্থ, হাফেজ আঃ আল মামুন সৌদি ২০১৭ প্রথম, হাফেজ লোকমান সাফী কাতার ২০১৮ তৃতীয়, হাফেজ মুজাহিদুল ইসলাম মিশর ২০১৮ প্রথম, হাফেজ মোঃ শিহাবুল্লাহ ক্রোয়েশিয়া ২০১৮ তৃতীয়, হাফেজ মোঃ আকমল আহমাদ ভারত ২০১৮ তৃতীয়, হাফেজ ক্বারী সাইফুর রিহমান ভারত ২০১৮ তৃতীয়,  হাফেজ জাকারিয়া সৌদি আরব ২০১৯ শান্তনা, হাফেজ ওসামা বিন নজরুল ভারত ২০১৯ শান্তনা এবং হাফেজ মোঃ শিহাবুল্লাহ সৌদি আরবে ২০১৯ সনের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেন।

তাহ্‌ফিজুল কুরআন ওয়াস্‌সুন্নাহ্‌ মাদ্‌রাসার শিক্ষার্থীদের জাতীয় অর্জন সমূহ :

২০২০ সালে আর টিভি আয়োজিত জাতীয় হিফজ প্রতিযোগিতায় মামুন সাইদ ১ম ও নকিব ৩য় স্থান অর্জন করেন। এছাড়াও মাহদী হাসান আর টিভি ২০১৯ ২য়, আবিদ হাসান আরটিভি ২০১৬ ২য়, হোসাইন বিন মুদ্দাসির এটিএন বাংলা ২০১৯ ২য়, মাহদী হাসান এস টিভি ২০১৮ ২য়, হাফেজ মোঃ শিহাবুল্লাহ বাংলাভিশন ২০১৮ ১ম, আব্দুর রহমান একুশে টিভি ২০১৮ ২য়, আব্দুল্লাহ আল মাহদী এশিয়ান টিভি ২০১৭ ২য়, আহামদ আব্দুল্লাহ হিল আজাহার আরটিভি ২০১৭ ২য়, আকমাল আহমাদ বাংলাভিশন ২০১৭ ১ম, হাফেজ ক্বারী জাকারিয়া ১ম বাংলাভিশন ২০১৩, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন প্রতিযোগিতা ২০১২ ১ম, আরটিভি ২০১২ ৩য়, বাংলাদেশ শিশু একাডেমি প্রতিযোগিতা ২০১২ ১ম, হাফেজ আব্দুল্লাহ আল মামুন বাংলাভিশন ২০১৪ ১ম, হাফেজ বায়েজীদ বোস্তামি এন টিভি ২০১৩ ৬ম, হাফেজ আবু রায়হান ইস্লামিক ফাউন্ডেশ্ন প্রতিযোগিতা ২০১৩ ৩য়, বৈশাখী টিভির প্রতীযোগিতায় ২০১৭ তে তাওফির রহমান ৩য়, সাকিব আল মাহদী ২য়, আবু ইউসুফ ১ম হন, ওসামা বিন নজরুল ২০১৬ তে ১ম ,আব্দুল্লাহ আল মামুন ২০১৫ ১ম, হাফেজ ক্বারী মুরশেদ সিরাজী ২০১৪ আরটিভি ১ম , হাফেজ ক্বারী মাহঅমুদুল হাসান ২০০৯ বাংলাদেশ শিশু একাডেমি ১ম। এছাড়াও এটিএন বাংলার ক্বেরাত প্রতিযোগিতায় ২০১২ সালে হাফেজ ক্বারী সারয়ারুল আলম ৩য়, ২০১১ তে হাফেজ খুবাইবুল হক তানিম প্রথম, ২০০৯ সালে হাফেজ ক্বারী শহীদুল ইসলাম ২য় এবং হাফেজ  ক্বারী সাইফুর রহমান প্রথম স্থানের গৌ্রব অর্জন করেন।

সময় জার্নাল/


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল