সর্বশেষ সংবাদ
সময় জার্নাল ডেস্ক :
ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে পড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ 'বাংলার সমৃদ্ধি'তে রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে মো. হাদিসুর রহমান নামের এক নাবিক নিহত হয়েছেন বলে খবরও পাওয়া গেছে।
বরগুনা ছেলে হাদিসুর জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বুধবার রাতে দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ সময় প্রায় ৯ টা ২৫ মিনিটে জাহাজের ব্রিজে রকেট হামলা হয়। ওই জাহাজে থাকা একাধিক নাবিক সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তারা বলেন, রকেট হামলায় জাহাজে আগুন ধরে যায়। এ সময় সবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আগুন নেভানো গেছে। হামলায় তাদের সঙ্গী হাসিদুর রহমান নিহত হয়েছেন। বাকি সবাই সুস্থ আছেন।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর সুমন মাহমুদ সাব্বির বুধবার রাতে সংবাদমাধ্যমকে বলেন, ওই জাহাজে একটা রকেট আঘাত করেছে। সেটা বিস্ফোরিত হয়। সেখানে কর্মরত থাকা অবস্থায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা গেছেন। জাহাজের বাকি ২৮ জন অক্ষত আছেন। আগুন নেভানো হয়েছে।
এর আগে রবিবার বিএসসি মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মুজিবুর রহমান ওই বন্দরে আটকে পড়ার খবর সংবাদমাধ্যমকে জানান।
তখন তিনি বলেন, জাহাজটি বর্তমানে সেখানে নিরাপদে নোঙর করে আছে। সব নাবিক সুস্থ ও নিরাপদে রয়েছেন। জাহাজটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার ও পানি রয়েছে। নাবিকদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। আশা করছি চ্যানেল ক্লিয়ার হলে দুদিনের মধ্যেই সেটি যাত্রা শুরু করতে পারবে।
সমুদ্রগামী জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি ২০১৮ সালে বিএসসির বহরে যুক্ত হয়। গত ২২ ফেব্রুয়ারি এমভি বাংলার সমৃদ্ধি নামের ‘বাল্ক ক্যারিয়ার’ জাহাজটি ইউক্রেনের ওই বন্দরে পৌঁছায়। তুরস্কের এরেগলি বন্দর থেকে গত ২১ ফেব্রুয়ারি খালি অবস্থায় সেটি ওলভিয়া বন্দরে যায়।
জাহাজটি ইউক্রেনের বন্দর থেকে পণ্য তোলার কথা থাকলেও ওই বন্দরের দৈনন্দিন কার্যক্রম বন্ধের কারণে তা বাতিল করা হয়েছে বলে জানান বিএসসি কর্মকর্তা মুজিবুর।
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল