আন্তর্জাতিক ডেস্ক :
রুশ অভিযানের পর ইউক্রেনের অন্তত: ১০ লাখ বাসিন্দা পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন ইউএনএইচসিআর এমনটা দাবি করেছে। খবর বিবিসির।
খবরে বলা হয়েছে, রুশ হামলার মাত্র ৭ দিনে দেশটি থেকে ১০ লাখ মানুষ পালিয়েছে। ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নির্দেশ দেন। তার এই নির্দেশের পরই ইউক্রেনে তিন দিক থেকে হামলা শুরু করে রুশ বাহিনী।
ইউক্রেনে রুশ আগ্রাসনে নিহত ও হতাহতের সংখ্যার তথ্যও প্রকাশ করেছে জাতিসংঘ। বুধবার (২ মার্চ) এ তথ্য প্রকাশ করে জাতিসংঘ।
রুশ আগ্রাসনে ইউক্রেনের কমপক্ষে ৫২৫ জন নাগরিক আহত হয়েছেন বলেও ইউএনএইচসিআর নিশ্চিত করেছে। তাদের মধ্যে রয়েছে নারী ও শিশুও।
এছাড়া রুশ সেনাবহরের সামনে প্রতিরোধ গড়ে তুলে প্রাণ দিয়েছেন তিন শতাধিক সেনা সদস্য। জাতিসংঘের শঙ্কা, প্রকৃত সংখ্যা এর তুলনায় কয়েকগুণ বেশি। কারণ মিসাইল, বোমা হামলার মধ্যে সত্যতা যাচাইয়ের সুযোগ পাচ্ছে না জাতিসংঘ।