মো: ইমরান মাহমুদ, প্রতিনিধি জামালপুর : 'কৃষক বাঁচলেই বাঁচবে দেশ'—এ শ্লোগানে জামালপুরের সরিষাবাড়ীতে মিটার বিহীন সেচ পাম্পের ইউনিট বিহীন গড় বিল করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে ভুক্তভোগী সাধারণ কৃষক ও বঙ্গবন্ধুর এক (০১) আদর্শের সৈনিক ফোরামের ব্যানারে সরিষাবাড়ী প্রেসক্লাবের সামনে তারাকান্দি-জামালপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে প্রায় অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন এবং তাদের অভিযোগ তুলে ধরেন।
মানববন্ধনে দাবি করা হয়, সরিষাবাড়ী পিডিবির অধীনে দীর্ঘদিন থেকে তারা তাদের সেচ পাম্পে মিটারবিহীন মোটর চালাচ্ছে, বার বার মিটার চাইলেও অফিস থেকে মিটার দেয়া হচ্ছে না।
এছাড়াও অভিযোগ করা হয়, সেচ পাম্পে কোন কোন কৃষক চালান ছোট মোটর, অথচ তাদের বিল আসে বড় মোটরের। বার বার অফিসে জানানোর পরও তারা বিষয়টি সমাধান পাননি। তাই দ্রুত সময়ের মধ্যে বিষয়টির সুরাহার জন্য আবেদন করা হয়।
এ বিষয়ে বিদ্যুৎ ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদান বলেন, একটি মিটারের জন্য অফিসের কিছু রিকুয়ারম্যান্ট থাকে, যদি কোন কৃষক অফিসের রিকুয়ারম্যান্ট পূরণ করতে না পারে তখন তাদেরকে মিটার দেয়া হয় না। তবে যদি কোন কৃষক অফিসের রিকুয়ারম্যান্ট পূরণ করে অফিসে আবেদন করে তবে তাদেরকে অবশ্যই মিটার দেয়া হবে।
এমআই