ইসাহাক আলী, নাটোর: নাটোরের বড়াইগ্রামে গলায় গামছা ও রশি পেচানো অবস্থায় একাধিক চুরি মামলার আসামী হিরো প্রামানিক নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার হিরো ধানাইদহ পূর্বপাড়ার বিদ্যুৎ প্রামানিকের ছেলে।
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সুতীরপার এলাকায় রাস্তার পাশে মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ওই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা ওই যুবকের গলায় গামছা ও রশি জড়ানো পাওয়া গেছে। দুপুর দেড়টার দিকে তার পরিচয় সনাক্ত হলে জানা যায় হিরো একজন মাদকসেবী এবং বড়াইগ্রাম থানায় তার নামে চুরির মামলা রয়েছে।
এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন করে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজি জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে হত্যাকান্ডের রহস্য জানা যাবে।
এমআই