গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সহ পাঁচজন নির্বাচন কমিশনার।
রবিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ৫ জন নির্বাচন কমিশনারকে সাথে নিয়ে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।
এসময় নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা, বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) আহসান হাবীব খান, মোঃ আলমগীর, আনিছুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াছুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন সরদার, পৌর মেয়র তোজাম্মেল হোসেন টুটুল, পৌর আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার ফয়জুল মোল্লা, টুঙ্গিপাড়া নির্বাচন কর্মকর্তা বদরুদ্দিন শেখ প্রমূখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গণমাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন, আপাতত রাজনৈতিক দল নিয়ে আমি কোন কথা বলবো না। শুধু বলতে চাই আজ আমরা এমন একটি জায়গায় দাড়িয়ে আছি যে মাটিতে ঘুমিয়ে আছেন স্বাধীনতার মহান স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনারা হয়তো ৭ মার্চের ভাষণ শুনেন নাই। আমি শুনেছি, যে ভাষণ মহান স্বাধীনতা যুদ্ধে এদেশের মুক্তিকামী মানুষকে রক্ষায় উজ্জীবিত করেছিল।
এর আগে রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ পাঁচ নির্বাচন কমিশনার সড়ক পথে টুঙ্গিপাড়া এসে পৌছালে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও টুঙ্গিপাড়ার রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান। পরে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনাররা সমাধিসৌধের ভেতরে যান এবং সেখানে বঙ্গবন্ধু ও তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন।# দুলাল বিশ্বাস, তাং-০৬,০৩,২০২২