সর্বশেষ সংবাদ
প্রতিষ্ঠার ৪৬ বছর:
একই ফ্রেমে মুরালিধরন, শেন ওয়ার্ন ও শ্চীন টেন্ডুলকার। ওয়ার্নের মৃত্যুর পর আবার ওয়ার্ন আর মুরালির মধ্যে শ্রেষ্ঠত্বের বিতর্ক উঠে এসেছে ছবি: এএফপি তিন দিন হয়ে গেছে শেন ওয়ার্ন চলে গেছেন। তাঁর চলে যাওয়ার খবরের প্রাথমিক ধাক্কাটা এখন কেটে গেছে, কিন্তু শোক তো আর এত সহজে কাটার নয়। ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে জানান দেয় সেটি। এখনো হয়তো মাঝেমধ্যে মনে হয়, এ বুঝি কোনো দুঃস্বপ্ন! মনে হয় এ বাস্তব নয়, ঘোর লাগা কোনো সময়ে দুঃখবিলাসী মনের কল্পনা। বাস্তব এসে পরক্ষণেই জানিয়ে দেয়, নাহ, শেন ওয়ার্ন সত্যিই আর নেই! বাস্তবতা মেনে নিয়ে তাঁকে শ্রদ্ধা-ভালোবাসা জানাচ্ছে ক্রিকেট–বিশ্ব। অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটে কী ছিলেন, ক্রিকেটার ছাপিয়েও কত বড় ‘এন্টারটেইনার’ ছিলেন, সেসব নিয়েও আলোচনা হচ্ছে। কিন্তু এর মধ্যে যদি কেউ শেন ওয়ার্ন না মুত্তিয়া মুরালিধরন, কে সেরা স্পিনার—এ নিয়ে আলোচনা শুরু করেন, কেমন লাগবে! ওয়ার্নভক্ত নির্বিশেষে কারোই ভালো লাগবে না। লাগেওনি। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার এমন মন্তব্য করেছিলেন, সে কারণে তাঁর চাছাছোলা সমালোচনাও হচ্ছে! ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কারফাইল ছবি: এএফপি ওয়ার্নের মৃত্যুর পর ভারতের টিভি অনুষ্ঠান ইন্ডিয়া টুডেতে আলোচনার মধ্যেই কথাগুলো বলেছিলেন গাভাস্কার। সেখানে সঞ্চালক রাজদীপ সারদেসাইয়ের প্রশ্ন নিয়েই সমালোচনা উঠছে। ওয়ার্নের মৃত্যুর দিনে তাঁকে নিয়ে আলোচনার মধ্যে সঞ্চালক প্রশ্ন করলেন, ‘আপনার কী মনে হয় ওয়ার্নই সর্বকালের সেরা স্পিনার?’ উত্তরে গাভাস্কারও সরাসরি বলে দিলেন, ‘না, আমি সেটা বলব না। আমার চোখে ভারতের বেশ কজন স্পিনার মুত্তিয়া মুরালিধরন এগিয়ে ছিল শেন ওয়ার্নের চেয়ে।’ সেটা তাঁর নিজস্ব মতামত হতেই পারে। কিন্তু কথাটা বলার আর সময় পেলেন না গাভাস্কার! যখন পুরো বিশ্ব ওয়ার্নের মৃত্যুর ধাক্কাই সয়ে নিতে পারেনি, ওয়ার্ন নিজেই যেখানে সব প্রশ্ন-আলোচনার ঊর্ধ্বে চলে গেছেন, সে সময়েই কে কার চেয়ে সেরা—এ নিয়ে আলোচনা তো অর্থহীনই। নিজের মন্তব্যের পক্ষে গাভাস্কারের ব্যাখ্যা নিয়েও প্রশ্ন উঠছে। ওয়ার্নের চেয়ে মুরালি ও অন্যদের এগিয়ে রাখার পেছনে ভারতের মাটিতে ওয়ার্নের ব্যর্থতাকেই বড় করে দেখিয়েছেন গাভাস্কার, ‘ভারতে ও শুধু নাগপুরে একবার পাঁচ উইকেট পেয়েছিল, সেটাও জহির খান এলোপাতাড়ি ব্যাট চালিয়ে ওর পঞ্চম শিকার হওয়ায়। স্পিনের বিপক্ষে সব সময় ভালো খেলা ভারতীয় খেলোয়াড়দের বিপক্ষে ওর সাফল্য তেমন বেশি না থাকায় আমি ওকে সেরা বলতে পারছি না।’ উত্তরে যুক্তি থাকুক বা না থাকুক, কিন্তু এ আলোচনার সময় তো এটি নয়! গাভাস্কারের সমালোচনায় সেটিই তুলে ধরছেন অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ও অন্যান্য দেশের অনেকে। এমনকি ভারতের অনেক ক্রিকেট–ভক্তও টুইটারে গাভাস্কারের মন্তব্যের সমালোচনা করেছেন। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস লিখেছে, ‘যা-ই হোক না কেন, শুক্রবার সম্ভাব্য হার্ট অ্যাটাকের শিকার হয়ে ওয়ার্নের দুঃখজনক মৃত্যুর পর এমন সময়ে গাভাস্কার মন্তব্যটা করেছেন, সেটি নিয়েই প্রশ্ন উঠছে।’ লন্ডনভিত্তিক সাংবাদিক জ্যাক মেন্ডেল গাভাস্কারের সমালোচনায় টুইটে লিখেছেন, ‘ভারতের স্পিনাররা আর মুরালিধরন যে (ওয়ার্নের চেয়ে) ভালো ছিল, এটা বলার জন্য শেন ওয়ার্নের মৃত্যুর সময়টাকেই কাজে লাগাচ্ছেন সুনীল গাভাস্কার। সেটাও ভারতের বিপক্ষে তাঁদের প্রত্যেকের রেকর্ডের কারণে। সত্যি বলতে সানি (গাভাস্কার), এটা এসব বলার সময় নয়। আপনি খুব সহজেই প্রশ্নটাকে পাশ কাটিয়ে যেতে পারতেন। ওর শরীরটা তো এখনো পুরোপুরি ঠান্ডাও হয়নি!’ যেখানে মারা গেছেন, সেই কোহ সামুইয়ের হাসপাতালের মর্গ থেকে ওয়ার্নের মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে গতকাল। ময়নাতদন্ত শেষে ওয়ার্নকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার কথা ছিল যেখানে মারা গেছেন, সেই কোহ সামুইয়ের হাসপাতালের মর্গ থেকে ওয়ার্নের মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে গতকাল। ময়নাতদন্ত শেষে ওয়ার্নকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার কথা ছিল ছবি: এএফপি গাভাস্কারের মন্তব্যের কাঁটাছেড়া করে আবার ওয়ার্নের পক্ষে যুক্তিও তুলে ধরেছে ফক্স স্পোর্টস। টেস্টে ওয়ার্নের (৭০৮ উইকেট) চেয়ে মুরালির উইকেট বেশি (৮০০), তবে ওয়ার্ন যে উইজডেনের চোখে বিংশ শতাব্দীর সেরা পাঁচ ক্রিকেটারের একজন সেটিও মনে করিয়ে দিয়েছে ফক্স স্পোর্টস। মুরালির উইকেট ওয়ার্নের চেয়ে বেশি হওয়ার পেছনে আবার বাংলাদেশ ও জিম্বাবুয়েকে টেনে এনেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমটি। সে সময়ে টেস্টে নতুন পথচলা শুরু করা বাংলাদেশ ও ক্ষয়িষ্ণু শক্তির জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচে ১৭ উইকেট ওয়ার্নের, সেটি মনে করিয়ে দিয়ে এই দুই দলের বিপক্ষে মুরালির রেকর্ডও মনে করিয়ে দিয়েছে—২৫ ম্যাচে ১৭৬ উইকেট। ভারতের বিপক্ষে মুরালির রেকর্ডও টেনে এনেছে তারা। ভারতের বিপক্ষে ওয়ার্নের উইকেটপ্রতি গড়ে ৪৭.১৮ রান খরচ করতে হয়েছে (১৪ ম্যাচে ৪৩ উইকেট), আর কোনো দলের বিপক্ষেই ওয়ার্নের গড় ৩০-এর বেশি নয়। আর ভারতের বিপক্ষে মুরালির রেকর্ড? ৩২.১৬ গড়ে ১০৫ উইকেট।
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল