সোনালী আগল
- শেখ ফাহমিদা নাজনীন
এসো, খুলে দেই মাতৃত্বের সোনালী আগল,
নেমে আসুক সতেজ প্রাণ, সহস্রাব্দ ব্যাপী বন্ধ্যা মাটিতে।
এখানে কেবলই ছিলো কাঁটাঝোপ, ইযখির, ধুতুরার ফুল,
এখানে কেবলই ছিলো ব্যার্থতা, বন্যতা, শ্বাপদসংকুল।
তুমি, আমি, আমরা তো ভুলেই ছিলাম,
আমাদের জঠরেই আগ্নেয়গিরি।
আমাদের মাঝে আছে মাউন্ট ফুজি,
ভিসুভিয়াসের সুতীব্র দহন!
এসো, খুলে দেই গর্ভের ঘুমন্ত মুখ,
আবার জন্ম হোক নতুন ভূমি।
আগ্নেয় লাভা হবে দেহের কাঠামো,
তেজস্বী আগামীরা আসুক সবেগে!
আমরা কেবলই আছি আমাতেই ডুবে,
ভাবছি, মুক্তি আছে দরজার ওপাশে।
একবার খুলে দিলে সব বন্ধন,
কর্তৃত্বেই বুঝি নারী স্বাধীনতা।
অথচ যে মেয়েটি ফুটপাতে থাকে,
তারও আছে সম্মান, খেটে খাওয়া দিন।
যে মেয়েটি দালানের সুউচ্চ ছাদে,
আত্মমর্যাদার একই প্রকার।
যে যেখানে দাঁড়িয়ে, দাঁড়াওনা ভাই,
টলোমলো দিনগুলো মুছে ফেলি এসো।
ঘরদোর, বারান্দা কিংবা উঠোন, ফুটপাত, রাজপথ, অনল জীবন,
কারাবরণের কি যে ভয়ানক ঝুঁকি!
তাই বলে সত্যকে পাশ কেটে যাওয়া?
আত্মকেন্দ্রী হয়ে প্রসিদ্ধি চাওয়া?
এতকাল তাই ছিলো আত্মবচন।
এসো, তবে খুলে দেই বন্ধ আগল,
হয়ে উঠি ঝিলিমিলি ঝর্ণার মতো।
নায়াগ্রা প্রপাতের তীব্রতা নিয়ে
ভাসাই পোষ্য যত স্বাধীনতা বাণী।
আমাদের মাঝে আছে আগামীর আলো,
আমরা আনতে পারি নতুন ফসল,
পৃথিবীটা দাঁড়াবে যে হাতগুলো ধরে,
তাদের আনতে হবে আলো ভরা পথে।
বহুদূর ছায়া ঢাকা অজপাড়াগাঁয়ে,
স্বল্প শিক্ষিত ঘরোয়া মেয়েটি,
মাঝরাতে ঝুঁকে পড়ে জায়নামাজে,
উন্মুখ অন্তরে দাবী করে বসে,
প্রভু হে, না হই যেন গোলামের মাতা,
সত্য সাধক দিও কোলখানা জুড়ে।
এসো, তবে তার সুরে সুরটি মিলাই।
একি নয় অধিকার, নারী স্বাধীনতা?
শেখ ফাহমিদা নাজনীন
৮ মার্চ ২০২২।