আন্তর্জাতিক ডেস্ক :
চলমান যুদ্ধ বন্ধ ও দীর্ঘদিনের সঙ্কট নিরসনে আগামীতেও আলোচনায় বসতে হবে বলে মনে করেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। নিজেদের মধ্যে অনুষ্ঠিত তৃতীয় বৈঠক শেষে এই প্রতিক্রিয়া জানিয়েছেন দু’দেশের কর্তারা। আগের দু বৈঠক নিষ্ফলা হলেও সোমবার (৭ মার্চ) বেলারুশ সীমান্তে দ্বিপাক্ষিক তুতীয় বৈঠকে সামান্য অগ্রগতি হয়েছে বলে জানা গেছে। খবর আনাদলুর।
সোমবার (৭ মার্চ) বেলারুশ সীমান্তে দ্বিপাক্ষিক এক বৈঠকে মিলিত হন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পদলায়েক জানিয়েছেন, বৈঠকে খুবই সামান্য ইতিবাচক অগ্রগতি হয়েছে।
বৈঠকে অংশ নেয়া ইউক্রেনের একজন প্রতিনিধি জানিয়েছেন, সীমান্ত পরিস্থিতির উন্নতিতে এখনও সুনির্দিষ্ট কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি।
এদিকে, রাশিয়ার প্রধান প্রতিনিধি ভ্লাদিমির মেদিনস্কি জানান, বেলারুশের সংলাপ এখন পর্যন্ত আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। আমরা ইউক্রেন প্রতিনিধিদের সাথে দীর্ঘ সময় ধরে মানবিক করিডোর নিয়ে আলোচনা করেছি। আশা করি তারা আগামীকাল থেকে কাজ শুরু করবেন।
সময় জার্নাল/ইএইচ