আন্তর্জাতিক ডেস্ক :
শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বেই নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনক হারে বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি বলেছেন, এটা দূর করতে হবে। নারীদের পিছিয়ে পড়ার এটাই বড় কারণ বলেও মন্তব্য তাঁর।
ধানমণ্ডি ৩২ নম্বরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত নারী দিবসের মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে একথা বলেন ডাক্তার দীপু মনি। রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে নারীর ক্ষমতায়ন করেছে আওয়ামী লীগ সরকার এমন দাবি করে তিনি বলেন, তবে এখনো অনেক প্রতিবন্ধকতা রয়েছে। অনেক দূর এগিয়ে যেতে হবে নারীদের। অপরাধ ও মৌলবাদ নারীবিদ্বেষ প্রতিহত করারও আহ্বান জানান তিনি। এসময়, অর্ধশতাধিক আওয়ামী মহিলা লীগের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
দিপুমনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী জাগরণ ঘটছে। সারাবিশ্বে নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে, তা নারীকে আরো পিছনে ঠেলে দিচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধ করে আরো এগিয়ে যেতে হবে।
সময় জার্নাল/ইএইচ