আধুনিক নারী
-সৈয়দ মুন্তাছির রিমন
আমি দেখেছি সেই নারী
কথার ছন্দে পবিত্রতায় পূর্ণ
আমি খুঁজে পাইনি তাকে
সে হবে মায়ের সমতুল্য।
আমি দেখেছি আধুনিক নারী
অধিকারে অশ্লীলতায় পূর্ণ,
নারীর পদতলে নয় জান্নাত
মায়ের পদতলে রক্ষিত জান্নাত।
আমি দেখেছি মোর পল্লী জননী
যে পর্দাহীন কর্মতায় নয় মগ্ন,
রুপ লাবণ্যের মোহতার বর্ণ
অধিকার চেয়ে অশ্লীলতায় পূর্ণ।
আমি দেখেছি এক মত্ত নারী
নবজাতক ফেলে দেয় বালুর গর্ভ
কোন এক প্রান্তরে নারীর কর্ম
কাক-কুকুর করেছে শিশু ক্ষত দেহ।
আমি বিবেক খুজেঁ দেখেছি
খবরের কাগজ লজ্জায় নিম্ন জিন
সে নারী হবেনা কোন দিন
মোর পল্লী মায়ের পূর্ণের বিল।