নিজস্ব প্রতিবেদক: 'নিরাপত্তা আমার অধিকার' এই ট্যাগ লাইনে বাংলাদেশের অন্যতম সফটওয়্যার এবং মোবাইল অ্যাপ নির্মাণ কারী প্রতিষ্ঠান সফটলজি লিমিটেড নারী দিবসে নিয়ে এল সুরক্ষাকারি মোবাইল অ্যাপ ‘সংকেত’ ।
চলার পথে , বিপদ কিংবা বিপদের সম্বাবনা দেখলেই ‘সংকেত’ অ্যাপ ব্যবহারকারী নিজের মোবাইল ফোনে একটি বাটন চাপ দিয়ে নির্দিষ্ট তিনজন অভিভাবকের মোবাইলে এবং তিনজন অভিভাবকের ই-মেইলের মাধ্যমে বিপদের বার্তা ও লোকেশান পাঠাতে পারবে, ফলে বিপদ থেকে রক্ষা পেতে সহায়তা করবে ‘সংকেত’ অ্যাপটি।
৮-ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নারীর সুরক্ষাকারি মোবাইল অ্যাপ ‘সংকেত’ সফটালজি লিমিটেড এবং অনন্ত গ্রুপ এর যৌথ উদ্যোগে নারী এবং বয়স্কদের মাঝে সম্পুন ফ্রী দেওয়া হয়েছে ।
সফটলজি লিমিটেডের উপদেষ্টা এয়ার ভাইস মার্শাল মোঃ হুমায়ুন কবির (অবঃ) বলেন , বাংলাদেশের বৃহৎ তৈরি পোশাক কোম্পানী অনন্ত গ্রুপ এর মাধ্যমে আন্তর্জাতিক নারীদিবসে নারীর সুরক্ষাকারী অ্যাপ নারীদের মাঝে বিনামূল্যে বিতরণ করতে পেরে আমরা অনেক আনন্দিত। এছাড়াও, তিনি বলেন নারী দিবস এবং মহান স্বাধীনতার মাস উপলক্ষে আগামী ২৬ মার্চ ২০২২ পযর্ন্ত ‘সংকেত’ মোবাইল অ্যাপ বিনামূল্যে বিতরণ করা হবে। অনন্ত গ্রুপের সহযোগী পরিচালক ( মানব সম্পদ) বলেন, অনন্ত গ্রুপ সব সময় দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে । এই নারী দিবসে নারীর সুরক্ষায় নিজেদের যুক্ত করতে পেরে আমরা অনেক আনন্দিত এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , অনন্ত গ্রুপের ডি জি এম ( মানব সম্পদ) মোঃ তানভীর রাহমান সহ দুই প্রতিষ্ঠান এর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
এমআই