এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের আয়োজনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা বাস্তবায়নে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর সার্কিট হাউসে।
বৃহস্পতিবার দুপুরে জেলার বিভিন্ন শ্রেনীপেশার মানুষের অংশগ্রহনে মতবিনিময় সভায় ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এ.এইচ.এম রাসেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান।
সভায় বক্তারা মত দেন, বর্জ্যরে অব্যবস্থার কারণে আমাদের শিঘ্রই কঠিন সমস্যার মুখোমুখি হতে হবে, তাই বজ্য ব্যবস্থাপনা বিষয়ে এখনি সতর্ক হওয়া দরকার।
সময় জার্নাল/ইএইচ