ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ইয়াবাসহ ২ ব্যবসায়ীকে আটক করা হয়েছে ।
ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম স্বাক্ষরিত প্রেস নোট থেকে জানা যায় ,
ফরিদপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব -৮ ক্যাম্পের বিশেষ আভিযানিক দল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে (৩০ই মার্চ) মঙ্গলবার রাতে জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর বাজারস্থ কলেজ রোডের সামনে অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানের সময় মাদক ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম রাজু(২১) ও সজিব ভূইয়া(২৫) কে আটক করা হয় ।
এ সময় আটককৃত ব্যবসায়ীদের হেফাজতে থাকা ১৮৩ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রিত নগদ ২,৫০০ টাকা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৬টি সীমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন ও ১ টি মোটর সাইকেল জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলা কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
সময় জার্নাল/এমআই