সময় জার্নাল প্রতিবেদক :
বিগত বছরগুলোর ন্যায় এই বছরও আলোকিত নারী কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ জন সফল নারীকে আলোকিত নারী সম্মাননা স্মারক প্রদান করেছে আলোকিত নারী কল্যান ফাউন্ডেশন।
শনিবার (১২ মার্চ) রাতে রাজধানীর বনানীতে আয়োজিত অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন আলোকিত নারী কল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শারমিন সেলিম তুলি।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও মুক্তিযোদ্ধা রুপা খাঁন-মালা খাঁনকে।
এছাড়া অনুষ্ঠানে আরও যাদেরকে সম্মাননা প্রদান করা হয় তারা হলেন- নাসরিন আক্তার নিপুণ (চলচ্চিত্র অভিনেত্রী ও নারী উদ্যোক্তা), বিদ্যা সিনহা সাহা মিম (চলচ্চিত্র অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব), ফারজানা চুমকি (নাট্য ব্যক্তিত্ব), দীপা খন্দকার (নাট্য ব্যক্তিত্ব), রাহিমা সুলতানা রিতা (মিডিয়া ব্যক্তিত্ব ও রন্ধনশিল্পী), রহিমা আক্তার লাকী পিএসসি (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার-ঢাকা মেট্রোপলিটন পুলিশ), মিসেস সেলিনা আলী (চেয়ারম্যান-ইউনিক গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ), সোমনূর মনির কোনাল (সংগীত শিল্পী), আয়েশা আক্তার তৌশী (সোস্যাল ইনফ্লুয়েন্সার), ইঞ্জি. খালেদা বেগম (জেনারেল ম্যানেজার-সিএনজি- আরপিজিসিএল), ডাঃ ফারহানা শেখ (কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ গাইনী ও অব্স) ও নানজীবা খান (মিডিয়া ব্যক্তিত্ব, উপস্থাপিকা ও চলচ্চিত্র নির্মাতা) ।
উল্লেখ্য, গত বছর আলোকিত নারী কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে ১৮ই মার্চ, ২০২১ ইং তারিখে ২০ জন সফল নারীকে আলোকিত নারী সম্মাননা স্মারক, ২০২১ প্রদান করা হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল ২০ জন নারীকে একত্রিত করা হয় অনুষ্ঠানে।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত নারীরা। উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সময় জার্নাল/ইএইচ