নিজস্ব প্রতিবেদক: এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কবি মোঃ মিরাজ মিয়া এর ২য় যৌথ কাব্যগ্রন্থ "অগ্নি ফানুস ”। কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে ঐকতান প্রকাশনী।
বইমেলায় ১৩৬ নম্বর স্টলে নব সাহিত্য প্রকাশনীতে পাওয়া যাচ্ছে বইটি।
এ ব্যাপারে "অগ্নি ফানুস" কাব্যগ্রন্থের লেখক কবি মোঃমিরাজ মিয়া বলেন, এটা তার প্রকাশিত ২য় যৌথ কাব্যগ্রন্থ। তিনি তার পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চা করেন এবং বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের ভলেন্টিয়ার হিসেবে কাজ করেন।
মোঃ মিরাজ মিয়া আরো বলেন, পড়াশোনার পাশাপাশি লেখালেখি চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
মোঃমিরাজ মিয়া (বিন্দুমাত্র প্রাণ) একজন বাংলাভাষী লেখক। ২০০০ সালে তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আলগী পাতাকাটা মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি ও গুলশান কমার্স কলেজ থেকে এইচ এস সি পাশ করেন বর্তমানে সরকারি তিতুমীর কলেজে স্নাতক ২য় বর্ষে পড়াশোনা করছেন । পিতা মোঃ ইয়াকুব হাওলাদার এবং মাতা শেফালী বেগমের ২য় সন্তান মোঃ মিরাজ মিয়া। ছন্দনাম (বিন্দুমাত্র প্রান) নামে পরিচিত।
তিনি "প্রভাত বাংলা" প্রত্রিকার একজন প্রকাশক ও "ছোট্ট মনুদের জন্য ভালবাসা " সামাজিক সংগঠনের সেচ্ছাসেবক হিসেবে ঢাকা মহানগর শাখায় দায়িত্ব পালন করছেন এবং তিনি সব সময় অসহায় মানুষের সেবায় নিয়োজিত থাকে। এছাড়া তিনি একজন ভ্রমন প্রিয় মানুষ, তিনি বাংলাদেশের ঐতিহাসিক স্থান গুলো ঘুড়ে বেড়াতে পছন্দ করেন।
স্কুল ম্যাগাজিনে কবিতা প্রকাশিত হলে কবি হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। বাংলাদেশ ও কোলকাতার বিভিন্ন লিটল ম্যাগ সহ অনেক পত্রিকায় তার লেখা ছাপা হয়েছে এছাড়াও মঠবাড়িয়ার কেন্দ্রীয় শেরেবাংলা পাঠাগারের ম্যাগাজিন, "রাষ্ট্রভাষা বাংলায়" কবিতা প্রকাশ হয়েছে এবং ২০২২ সালের জাতীয় বই মেলা উপলক্ষে প্রকাশ হয়েছে তার প্রথম যৌথ কাব্যগ্রন্থ "কাব্য শতনেত্র"। ও দ্বিতীয় যৌথ কাব্যগ্রন্থ " অগ্নি ফানুস " প্রকাশ পেতে যাচ্ছে ও এছাড়াও কবিতার পাশাপাশি সাহিত্যের সব বিষয়েই পদচারণ রয়েছে করার অদম্য প্রয়াসে তিনি এগিয়ে যাচ্ছেন।
এমআই