মোঃ হাবিবুর রহমান,হাবিপ্রবি প্রতিনিধি (দিনাজপুর) :
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'জ্যোতির্ময় বঙ্গবন্ধু' শীর্ষক স্বারকগ্রন্থের মোড়ক উন্মোচন, কেন্দ্রীয় গবেষণারের উদ্বোধন এবং পক্ষকালব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি ।
রোববার ১৩ মার্চ সন্ধা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষনণাগার উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল মাঠে "জ্যোতির্ময় বঙ্গবন্ধু " স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আরো উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম,জাতীয় সংসদের এমপি মনোরঞ্জন শীল গোপাল, মোঃ শিবলি সাদিক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী এমপি জাকিয়া তাবাসসুম জুঁই এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারসহ অনেকে। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন,আজকের বিশ্বে শুধুমাত্র জ্ঞান অর্জন করাই যথেষ্ট নয়। এমনভাবে দক্ষ মানবসম্পদ হয়ে গড়ে উঠতে হবে যাতে দেশে বিদেশে কর্ম মিলে। সুক্ষ্মভাবে চিন্তা করার দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতাও অর্জন করা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মানুষের মতো মানুষ হতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হবে।
সময় জার্নাল/ইএইচ