আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়া চীনের কাছে সামরিক ও অর্থনৈতিক সহায়তা চেয়েছে বলে যুক্তরাষ্ট্র যে দাবি করেছে, তা অস্বীকার করেছে দুই দেশই।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের দাবিকে মিথ্যা বলে জানিয়েছে ক্রেমলি এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ‘অভিযান চালিয়ে যাওয়ার জন্য রাশিয়ার কাছে পর্যাপ্ত নিজস্ব উপকরণ রয়েছে। ইউক্রেনে অভিযান পরিকল্পনা অনুযায়ীই চলছে এবং ঠিক সময়মতোই শেষ হবে।’ যুক্তরাষ্ট্রের সকল দাবি মিথ্যা বলেও জানান তিনি।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, ‘ইউক্রেনে অভিযান চালানোর জন্য থেকে রাশিয়া চীনের কাছ থেকে যে সামরিক সহায়তা চেয়েছিলো বলে যুক্তরাষ্ট্রশ্ত্রদাবি করেছে, সেটি সম্পূর্ণ মিথ্যা।’
এদিকে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দেশটির প্রধান প্রধান কয়েকটি শহর নিজেদের দখলে নিলেও এখনও রাজধানী কিয়েভের দখল নিতে পারেনি রুশ বাহিনী। কিয়েভ দখলে নিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। তবে ইউক্রেনের যোদ্ধাদের প্রতিরোধের মুখে এখনও কিয়েভের দখল নিতে পারেনি রুশ সেনারা।
সময় জার্নাল/ইএইচ