আন্তর্জাতিক ডেস্ক :
জাপানের উত্তর পুর্ব উপকূলীয় অঞ্চল ফুকুশিমায় ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ২ জন নিহত ও অন্তত ৯০ জন আহত হয়েছে। বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৩৬ মিনিটে দেশটির উত্তরপূর্বাঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ভূমিকম্প হয়েছে রাজধানী টোকিও এবং মিয়াগি এলাকাতেও। টোকিওতে দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়। ভূমিকম্পের প্রভাবে ৩ ফুটের বেশি উচ্চতার সুনামি ঘটতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর।
জাপানভিত্তিক সংবাদমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে এতে ভবন কেঁপে ওঠে, মানুষজন স্থির দাড়িয়ে থাকতে পারছিলেন না।
এর আগে, ২০১১ সালে ফুকুশিমাতেই ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির পাশাপাশি সেখানকার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছিল।
সময় জার্নাল/ইএইচ