শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে রেজাউল করিম নামে এক বাংলাদেশী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় বাবু নামে এক যুবক আহত হয়েছে বলেও জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর রাতে ওই উপজেলা জগতবেড় ইউনিয়নের সমশেরনগর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নয়াবাড়ি এলাকার মনসুর আলীর পূত্র বলে জানা গেছে।
সীমান্তবর্তী লোকজনের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনতে বাংলাদেশ-ভারত নো ম্যান্স ল্যান্ডে যায় ৯ জন বাংলাদেশী গরু ব্যবসায়ী। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ করে গুলি চালায়। ওই গুলিতে ঘটনাস্থলেই রেজাউল করিম নিহত হয় এবং বাবু আহত হয়। বাকি ৭ জন পালিয়ে যায়। বিএসএফ আহত বাবুকে আটক করে ও রেজাউল করিমের লাশ ভারতে নিয়ে যায়। এ ঘটনায় সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা এ নিয়ে এই মুহুর্তে কোন কথা বলতে রাজি হয়নি। পরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়।
সময় জার্নাল/ইএইচ