মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহে ধর্ষক তামিম আহমেদ স্বপনের ফাসির দাবি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন মেলান্দহ উপজেলা শাখা।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে মেলান্দহ বাজারের শাপলা মার্কেটের সামনে বাংলাদেশ মানবাধিকার কমিশন মেলান্দহ উপজেলা শাখা ঘন্টা ব্যাপী মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বাংলাদেশ মানবাধিকার কমিশন মেলান্দহ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিশমত পাশার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি বাবু অজয় কুমার সাহা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা এড. নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ইসমত পাশা, মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মোশাররফ হোসেন প্রিন্স, পৌর যুবলীগের যুগ্মসম্পাদক, নাজমুল মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, এখন পর্যন্ত কেনো তাকে ফাসি দেয়া হলো না। তাকে যারা সাহায্য করেছে তারা কেন এখনো বাইরে ঘুরাঘুরি করতাছে। ঘধর্ষক স্বপনের দ্রুত ফাসির রায় কার্যকর করা হোক।সেই ঘটনার সাথে আরো যারা জড়িত আছে বা সহযোগীতা করেছে তাদেরকেও অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। আমরা মেয়েটির পরিবারের পাশে আছি শেষ পর্যন্ত থাকবো।
বক্তারা আরও বলেন, ২৪ ঘন্টার মধ্যে ধর্ষণের সাথে জড়িত ছিলো তাদেরকে আইনের আওতায় না আনা হয় তাহলে আমরা আমরণ অনশন চালিয়ে যাবো।
মানববন্ধনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাসহ গ্রামের হাজারো মানুষ অংশ নেয়।
এমআই