নিজস্ব প্রতিবেদক:
১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় শহীদ মিনারে হিমিকা'স এ্যানজেলস ফর হিউমানিটি এর উদ্যোগে সহস্রাধিক পথ শিশু ও এতিম বাচ্চাদের মাঝে আইসক্রিম বিতরন করা হয়।
দেশের অন্যতম ফার্মাসিউটিক্যাল কোম্পানী ওয়ান ফার্মা লিমিটেডের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন হিমিকাস এঞ্জেলস ফর হিউম্যানিটির ‘হাসিমুখ’ প্রজেক্টের আওতায় এই কর্মিসুচি পালন করা হয়।
সুদুর আমেরিকা থেকে র্ভাচুয়ালী আইসক্রিম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হিমিকাস এঞ্জেলস ফর হিউম্যানিটির প্রধান উদ্যোক্তা রহমান অবন্তী হিমিকা। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হল দেশের সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য বিনামূল্যে পুষ্টি এবং স্বাস্থ্যসেবা প্রদান করা। আমরা বিশ্বাস করি, দেশের উজ্জ্বল ভবিষ্যত এবং সোনার বাংলা তৈরিতে যাতে ভবিষ্যত প্রজন্মের ইতিবাচক এবং পরিপূর্ণ জীবনযাপনের সুযোগ থাকে সেজন্য নারী ও শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চনা বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সংগঠনের মাধ্যমে আমরা ম্যাটারনিটি কেয়ার, ভারসাম্যপূর্ণ পুষ্টি এবং সুবিধা বঞ্চিত কমিউনিটিগুলোতে শিশুদের সঠিক ও যুগোপযোগি বিকাশে কাজ করে যাচ্ছি।
অবন্তী হিমিকা আরও বলেন, ১৭ই মার্চ আমাদের বাংলাদেশ নামক দেশের স্বপ্নদ্রস্টা যার জন্ম না হলে বাংলাদেশ নামক দেশের জন্মই হতো না তার জন্মদিন এবং জাতীয় শিশু দিবস। তাই আমরা সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্জিত মানুষের সাথে নিয়ে দিনটি উদযাপিত করলাম কারণ ‘হাসিমুখ’ প্রজেক্টের লক্ষ্যমাত্রা হল মানুষের মুখে হাসি ফুটানো।
এমআই