সময় জার্নাল রিপোর্ট: বাসে উঠতে না পেরে ও বাস কম থাকায় বিক্ষোভ করেছেন কর্মস্থলগামী যাত্রীরা। রাজধানীর নিকুঞ্জ এলাকার খিলক্ষেত সড়কে সকালে বিক্ষোভ করেন তারা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় যাত্রীরা কয়েকটি বাস আটকে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মো. মাসুম বলেন, আমাদের টহল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
খিলক্ষেত থেকে বাস না পেয়ে হেটে অফিসে যাচ্ছেন আরিফ হোসাইন নামের একজন বেসরকারী কর্মকর্তা। তিনি সময় জার্নালকে বলেন, বাসের সংখ্যা না বাড়িয়ে করোনায় সরকারের এ সিদ্ধান্তটি একটি অমূলক। বাস না পেয়ে প্রতিদিনই পায়ে হেটে গিয়ে অফিস করতে হচ্ছে। বাসের সংখ্যা বাড়ানোর জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। এতে আমাদের যাতায়াত সুবিধা হবে।
প্রসঙ্গত, করোনার ভাইরাসের সংক্রমণ বাড়ায় গণপরিবহনে ৫০ শতাংশ সিট ফাঁকা রাখার কথা বলা হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী বুধবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করছে গণপরিবহন।
সময় জার্নাল/আরইউ