তিতুমীর কলেজ প্রতিনিধি: সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া বরিশাল বিভাগের বরগুনা জেলার শিক্ষার্থীদের সংগঠন 'বরগুনা জেলা ছাত্রকল্যাণ সমিতি'র কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের (২০১৪-১৫) সেশনের শিক্ষার্থী ফিরোজ মাহমুদ (মাহিন) এবং সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের (২০১৪-১৫) সেশনের শিক্ষার্থী মোঃ ফজলে রাব্বি।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বরিশাল বিভাগ ছাত্রকল্যাণ সমিতি তিতুমীর কলেজের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ও সাধারণ সম্পাদক এইচ এম শাহজাদা সোহাগের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছর মেয়াদে এই কমিটি দায়িত্ব পালন করবে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মোঃ আল-মামুন ও আকাশ রয়। যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান ও মোঃ তাইবুর রহমান (জন)।
এছাড়াও উপদেষ্টা মন্ডলির সদস্য হিসেবে রয়েছেন মোঃ জামাল হোসেন, মোঃ জামাল হোসেন আতিক, মোঃ হাফিজুর রহমান সোহাগ, এম.এ. রাসেল ও মোঃ মেহেদী হাসান (কিসলু)।
বরগুনা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ফিরোজ মাহমুদ মাহিন বলেন, ছাত্র-ছাত্রীদের কল্যাণে আমরা নিয়োজিত থাকতে চাই। বিশেষ করে বরগুনা জেলা থেকে আগত সকল ছাত্র-ছাত্রীদের পাশে থেকে তিতুমীর কলেজসহ ঢাকাস্থ যেকোনো জায়গায় তাদের সব ধরনের সহযোগিতা করতে চাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে আমাকে বরগুনা জেলা ছাত্র কল্যাণের সভাপতি মনোনীত করায় বরিশাল বিভাগ ছাত্র কল্যাণের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ভাই ও সাধারণ সম্পাদক এইচ এম শাহাজাদা ভাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিতুমীরস্থ বরগুনা জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি বলেন, নদী, সমুদ্র আর সুন্দরবন নিয়ে এক নৈসর্গিক সৌন্দর্যের লীলাভুমি আমাদের বরগুনা। এমন এক মনোরম জায়গা থেকে আসা ছাত্র ছাত্রীদের নিয়ে বিভিন্ন কল্যাণ ও সেবামূলক কাজ করবে এই সংগঠন। মূলত শিক্ষার্থীদের একটু হলেও সহযোগিতা করার জন্য আমাদের এই প্রয়াস। ঢাকার বুকে বরগুনাকে যেনো আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। গর্বিত করতে পারি। তিতুমীর কলেজে ৫৮ হাজার শিক্ষার্থীদের মধ্যে কাজের মাধ্যমে প্রশংসা কুড়িয়ে আনবে বরগুনা জেলা ছাত্রকল্যাণ সমিতি। এমনটই প্রত্যাশা করি।
এমআই