আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে প্রায় ২ ঘণ্টা ভিডিও আলাপ হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) অনলাইনে যুক্ত হয়ে কথা বলেন এই দুই নেতা। তাদের মধ্যে, প্রধানত: ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গে কথা হয়েছে।
বাইডেনকে শি জিনপিং বলেছেন, ইউক্রেনের ঘটনার সংঘাত ও লড়াই কারও স্বার্থের পক্ষে যায় না। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক সংঘাত পর্যায়ে যাওয়া উচিত না। ইউক্রেনের মতো সংকট আমরা দেখতে চাই না।
তিনি আরও বলেন, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই দ্বিপক্ষীয় সম্পর্ককে সঠিক পথে পরিচালিত করতে হবে। পাশাপাশি উভয় পক্ষকেই আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে হবে এবং বিশ্ব শান্তির জন্য প্রচেষ্টা চালাতে হবে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৩ লাখ মানুষ।
এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৪ হাজার ২০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।
এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৮১৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।
সূত্র : রয়টার্স, আলজাজিরা
সময় জার্নাল/ইএইচ