সময় জার্নাল ডেস্ক :
বিশ্বের সুখী দেশের তালিকায় ৯৪তম বাংলাদেশ। গত বছর এ অবস্থান ছিল ১০১তম। শুক্রবার (১৮ মার্চ) জাতিসংঘের সহযোগিতায় প্রস্তুত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট থেকে উঠে এসেছে এসব তথ্য।
প্রকাশিত এ প্রতিবেদনে ১৪৬টি দেশের নাম রয়েছে। তালিকায় টানা পঞ্চমবার সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয়েছে ফিনল্যান্ড, আর সবচেয়ে কম সুখী আফগানিস্তান।
তালিকা অনুযায়ী শীর্ষ ১০টি সুখী দেশ হচ্ছে- ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, সুইডেন, নরওয়ে, ইসরায়েল ও নিউজিল্যান্ড।
এছাড়া তালিকায় ভারত রয়েছে ১৩৬তম অবস্থানে, পাকিস্তান ১২১তম, শ্রীলঙ্কা ১২৭তম, যুক্তরাষ্ট্র ১৬তম, যুক্তরাজ্য ১৫ মত, ফ্রান্স ২০তম ও নেপাল রয়েছে ৮৪তম স্থানে।
বার্ষিক প্রতিবেদনটি তৈরি হয়েছে বিভিন্ন দেশের মানুষের মানসিক সুখের পাশাপাশি অর্থনৈতিক সচ্ছলতা ও সামাজিক তথ্যাদির ভিত্তিতে। এতে শূন্য থেকে ১০ পর্যন্ত পয়েন্ট দিয়ে সুখের পরিমাণ বোঝানো হয়েছে।
সময় জার্নাল/ইএইচ