মোঃ আব্দুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে :
বাঙালী জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন পালন করেছে মালদ্বীপ আ'লীগ। ১৮ই মার্চ স্থানীয় সময় রাত নয়টায়, সী-বিল্ডিং এর হলরুমে জাঁকজমক ভাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন।
উক্ত আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন এম কেআর কামাল হোসেনে (সাংগঠনিক সম্পাদক মা-আ'লীগ), সভাপতিত্ব করেন আলহাজ দুলাল মাদবর (সভাপতি মা-আ'লীগ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ দুলাল হোসেন (সাধারণ সম্পাদক মা-আ'লীগ), আবুল কালাম আজাদ (কুমিল্লা,দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান) মোঃ মুজিবুর রহমান (মা-আ'লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য), হাজী মোঃ সাদেক (সিনিয়র সহ-সভাপতি মা-আ'লীগ)
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রবাসীদের নানামুখী ভূমিকার কথা তুলে ধরেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের যোগ্য উত্তরসূরী হিসেবে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তারা বাংলাদেশে বিদেশী বিনিয়োগ বাড়াতে প্রবাসীদের ভূমিকা রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন এবং জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে অনুষ্ঠিত, ও অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব মোঃ ফাইজুর রহমান (সহ-সভাপতি মা-আ'লীগ), আলোচনা সভার অন্য বক্তাদের মধ্যে ছিলেন শাহজালাল সিকদার (সহ-সভাপতি মা-আ'লীগ), মোঃ নূরে আলম রিন্টু (যুগ্ন সম্পাদক মা-আ'লীগ) মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন রাজু (প্রচার সম্পাদক মা-আ'লীগ)। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ কাউচার আহমেদ, মোঃ হাদিউল ইসলাম, মোঃ বাবুল হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ সবুর তালুকদার, রুবেল মৃর্ধা, মোঃ নূরে আলম ভূঁইয়া, গাজী জাহিদ, সোহাগ সরদার, এনামুলহক জাকির, অলিউল্যাহ, মোঃ মনির, বিল্লাল হোসেন, ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় প্রতিনিধিবৃন্দ সহ আরও অনেক প্রবাসী বাংলাদেশীরা।
সবশেষে, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা সহ নীল দরিয়া শিল্পগোষ্ঠী দারা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।