সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্বজুড়ে আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু এবং সংক্রমিত রোগীর সংখ্যা দুটোই কমেছে। গত একদিনে সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৩ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ১৪ লাখে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। অন্যদিনের মত দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, জার্মানি, মেক্সিকো, ফ্রান্স, জাপান, হংকং, ইন্দোনেশিয়া, ইতালি। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৬ কোটি ৯৬ লাখে ঘর।
রোববার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ এসব তথ্য পাওয়া যায়। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৭৩০জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় ১৩০০। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০ লাখ ৯৭ হাজার ৪৬৮ জনে।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ১ হাজার ৪৪৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ৪০ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ কোটি ৯৬ লাখ ৩৮ হাজার ৫৬জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ৩২৯ জন এবং মারা গেছেন ৩১৯ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৯০ লাখ ৩৮ হাজার ৯৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১২ হাজার ১০১ জন মারা গেছেন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৯৫৮ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭৫ লাখ ৫১ হাজার ৬৫৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৫৮ জনের।
এছাড়াও যেসব দেশে শনিবার করোনায় সংক্রমণ-মৃত্যুর সংখ্যা বাড়তে কমতে দেখা গেছে, সেই দেশসমূহ হলো- যুক্তরাষ্ট্র (নতুন আক্রান্ত ১২ হাজার ৩৬২ জন, মৃত্যু ৩২৭ জন), ব্রাজিল (নতুন আক্রান্ত ৪০ হাজার ৮৬৯ জন, মৃত্যু ২৯০ জন), জার্মানি (নতুন আক্রান্ত ১ লাখ ৬৮ হাজার ১৮৭ জন, মৃত্যু ১১৯ জন), মেক্সিকো (নতুন আক্রান্ত ৪ হাজার ৮৬০ জন, মৃত্যু ১২৫ জন), জাপান (নতুন আক্রান্ত ৪৯ হাজার ২১০ জন, মৃত্যু ১৫৫ জন), ইতালি (নতুন আক্রান্ত ৭৪ হাজার ২৪ জন, মৃত্যু ৮৫ জন), ফ্রান্স (নতুন আক্রান্ত ৯৮ হাজার ১০৪ জন, মৃত্যু ৬২ জন), হংকং (নতুন আক্রান্ত ১৬ হাজার ৫৯৭ জন, মৃত্যু ২৪৯ জন) এবং ইন্দোনেশিয়া (নতুন আক্রান্ত ৭ হাজার ৯৫১ জন, মৃত্যু ১৮৮ জন)।
এর আগের দিন শনিবার বিশ্ব করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৮ লাখ ২০ হাজার ৪৬৪ জন এবং এই রোগে মৃত্যু হয়েছিলো ৫ হাজার ২৫০ জনের।
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল