মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
টানা তিন দিন বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি পুনরায় শুরু হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং পবিত্র শবেবরাত উপলক্ষে গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার পর্যন্ত টানা তিন বন্ধ ছিলো হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বানিজ্য।
এদিকে বন্দরের আমদানি-রফতানি চালু হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য পরিবহনে আসা ট্রাক গুলো সকাল থেকে বন্দরের বিভিন্ন পয়েন্টে ভিড়তে শুরু করেছে।
পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, সকাল থেকে শ্রমিকরা বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। ট্রাকে পণ্য উঠা-নামা ও ছাড় করণের কাজ শুরু হয়েছে।
বন্দরের আমদানি-রফতানি চালু হওয়ায় বন্দর এলাকায় চাঞ্চল্য ফিরতে শুরু করেছে।
এমআই