দেব প্রসাদ ত্রিপুরা, খাগড়াছড়ি : বাংলাদেশ মারমা ভাষা ধর্মীয় শিক্ষা পরিষদ নামক একটি সংগঠনের অধীনে "৮ম বাষির্ক মারমা ভাষা ধর্মীয় বৃত্তি পরীক্ষা ২০২২ ইং " অনুষ্ঠিত হয়েছে । ১৮ মার্চ শুক্রবার জেলাব্যাপী ১৩ টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় মোট ১০০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ।
সরকারের মাতৃভাষায় শিক্ষা প্রসারের কর্মসূচীর সহায়ক হিসেবে কাজ করছে সংগঠনটি। প্রাইমারি স্কুল লেভেলের শিশুদের মারমা হরফে বছরব্যাপী শিক্ষা দানের পর এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে সংগঠনটি।
আয়োজক সংগঠন বাংলাদেশ মারমা ভাষা ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি ওয়িমালা থের বলেন, গত ২০১৫ ইং সালে সংগঠনটির যাত্রা শুরুর পর থেকে এটি ৮ম বৃত্তি পরীক্ষা। গত বছর মোট ৪২ জনকে এই বৃত্তি দেওয়া হয়েছে ।
সাধারণ সম্পাদক ভদন্ত অগ্রসার থের জানান, কঠোর ব্যবস্থাপনায় প্রতি বছর এ বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয় । এবারেও কোন ধরনের ঝামেলা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে । যথাশীঘ্র সম্ভব রেজাল্ট প্রকাশ করে উত্তীর্ণদের বৃত্তিসহ সনদপত্র বিতরণ করা হবে।
এমআই