বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৬১ লাখ ছাড়াল

রোববার, মার্চ ২০, ২০২২
বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৬১ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারী সংক্রমণে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৯০২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৬১ লাখ ৫৫৬ জনের।

এ ছাড়া নতুন করে আরও ১১ লাখ ১৫ হাজার ৮৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪৭ কোটি ৭ লাখ ৮৮ হাজার ১১৩ জন।

সোমবার (২১ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৪ হাজার ৭০৮ জন এবং মারা গেছেন ৩২৭ জন। রাশিয়ায় মারা গেছেন ৪৩৪ জন এবং সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৩৫ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৬৬ জন এবং মারা গেছেন ৮৮ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৫২৫ জন এবং মারা গেছেন ২৪ জন। ব্রাজিলে মারা গেছেন ১০৪ জন এবং সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ২১৮ জন। ভারতে মারা গেছেন ৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৭০২ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮১ জন এবং মারা গেছেন ৮৫ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪১৫ জন এবং মারা গেছেন ৯৩ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯২২ জন এবং মারা গেছেন ১৩৯ জন।

এছাড়া ফ্রান্সে ৩০ জন, জাপানে ১২৬ জন, ফিলিপাইনে ২৪০ জন, হংকংয়ে ২৪৬ জন, আর্জেন্টিনায় ১১ জন, ইরানে ৬০ জন, মালয়েশিয়ায় ৭১ জন, চিলিতে ৭৮ জন, মেক্সিকোতে ১৪১ জন এবং থাইল্যান্ডে ৮৪ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সময় জার্নাল/ইএইচ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল