মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

চট্টগ্রামে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

রোববার, মার্চ ২০, ২০২২
চট্টগ্রামে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

সময় জার্নাল ডেস্ক :

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ চালকসহ চার জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন। উপজেলার আধুনগর বাজারে সোমবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আতিকুর রহমান জানান, আজ সোমবার একটি প্রাইভেটকারে করে কয়েকজন চট্টগ্রাম শহর থেকে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিল। পথে লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। এ সময় চার জন নিহত হয়। এ ছাড়া আহত হয় আরও একজন।

ওসি জানান, নিহত ব্যক্তিদের মধ্যে হারুন অর রশিদ নামের একজনের পরিচয় মিলেছে। বাকিদের শনাক্ত করার কাজ চলছে।

সময় জার্নাল/ইএইচ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল